নিজস্ব প্রতিনিধি : মেক্সিকোয় অনুষ্ঠিত হয়ে গেল ‘মিস ইউনিভার্স ২০২৪’। ডেনমার্কের মাথায় নয়া পালক। ‘মিস ইউনিভার্স ২০২৪’-এর খেতাব গেল ডেনমার্কের কাছে। মিস ইউনিভার্সের ৭৩তম বর্ষে তিনি এই মুকুট জয় করলেন। গোটা বিশ্বের সামনে মিস ইউনিভার্সের সম্মানে সম্মানিত হলেন ভিক্টোরিয়া কেয়া থিলভিগ। তাঁর মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দিয়েছিলেন তাঁর পূর্বসূরী নিকারাগুয়ার শেনিস। এই বছর প্ততিযোগিতায় অংশগ্রহন করেছিল প্রায় ১২৫ টি দেশ।
যা ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার নিরিখে সর্বোচ্চ সংখ্যা। আর এর ফলেই দ্বিতীয় স্থানে চলে গিয়েছে ২০১৮ সাল কারণ সেই বছর অংশগ্রহন করেছিল, ৯৪ টি দেশ। অনুষ্ঠানের আয়োজক ছিল মারিও লোপেজ় ও অলিভিয়া কুল্পো । কমেন্টারি করছিলেন, ক্যাট্রিওনা গ্রে ও জ়ুরি হল। ৭৩তম মিস ইউনিভার্সের এই লড়াইয়ে ফাইনালিস্টদের তালিকায় ছিল পাঁচ দেশ, ডেনমার্ক, ভেনেজ়ুয়েলা, মেক্সিকো, নাইজিরিয়া, থাইল্যান্ড। তাঁদের মধ্যে থেকে প্রথম স্থান দখল করেছে ডেনমার্ক।