নিজস্ব প্রতিনিধি : আয়কর দিতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। দিন বেদিন বেড়েই চলেছে জিনিসপত্রের দাম। রোজগারের কিছুই জমিয়ে উঠতে পারছেন না মধ্যবিত্তরা। সমগ্র মধ্যবিত্ত মানুষের হয়ে তাই তুষার শর্মা নামে এক জন এক্স হ্যান্ডল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ট্যাগ করে নিজের সমস্যার কথা জানিয়েছেন। আর সেই প্রশ্নের জবাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তুষার শর্মা লিখেছিলেন, ‘দেশের জন্য আপনার অবদানের গভীর প্রশংসা করি আমরা। আপনাকে শ্রদ্ধা জানাই। আমার বিনীত নিবেদন, মধ্যবিত্তদের জন্য একটু রিলিফের ব্যবস্থা করুন। আমি বুঝি অনেক রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু এটা আমার আন্তরিক অনুরোধ।’ রবিবার এর প্রতুত্তরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ। আপনার উদ্বেগ আমি বুঝতে পারছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রতিক্রিয়াশীল সরকার। সাধারণ মানুষের কথা শোনা হয়।
আপনার এই বোধের জন্য ধন্যবাদ। আপনার বক্তব্য মূল্যবান।’ উল্লেখ্য অক্টোবর মাসে রিটেল ইনফ্লাশন ৬.২ শতাংশে পৌঁছেছে। যা অতিমূল্যাবৃদ্ধি। আরবিআই-এর আপার টলারেন্স লেভেলও ছাড়িয়ে গিয়েছে এই মাত্রা। ফুড ইনফ্লাশন ছুঁয়েছে ১০.৮৭ শতাংশে। আবার এ বছর কেন্দ্রীয় বাজেটের পর কর কাঠামো নিয়ে মধ্যবিত্তদের মধ্যে অসন্তোষ ছড়িয়েছিল। যদিও গত কয়েক বছরে ভারতে ডিরেক্ট ট্যাক্সের সংগ্রহ বেড়ে যাওয়ার কারনে অর্থনীতিতে সুদিন দেখিয়েছিল বলে মত বিশেষজ্ঞদের।