বাংলার নিজের খবর,বাঙালির খবর

রাজ্যে আগত ইংলিশ দল খতিয়ে দেখবে এআই লগ্নির সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে আসবে ব্রিটিশ প্রতিনিধিদল, উদ্দেশ্য-সেমিকনডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-তে লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখবেন তাঁরা। সপ্তাহের প্রথম দুটি দিন তাঁরা রাজ্যেই থাকবেন বলে জানা গিয়েছে।সোমবার রাজ্যের তদানিন্তন তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ওই দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তাঁরা।

 

ইউকে থেকে আগত প্রায় ১৭ টি প্রথম সারির সেমিকনডাক্টর এবং এআই সংস্থার প্রতিনিধিরা এই দলে থাকছেন। সূত্র মতে, ব্রিটেনের ওই লগ্নীকারি দলকে ঘুরিয়ে দেখানো হবে বেঙ্গল সিলিকন ভ্যালি। তবে এই ঘটনার দরুন যে পরবর্তীকালে ব্রিটেন ও ভারতের মধ্যে লগ্নির পথ আরও সুগম হবে তা আশা করাই যায়।

 

কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং এই বিষয়ে জানান, ‘‘ ব্রিটিশ প্রতিনিধিদলকে স্বাগত জানাচ্ছি। এই প্রথম এ রকম একটি দল ভারতে আসছে। আশা করছি এই সফর দুই পক্ষের জন্যই ইতিবাচক হবে। ভারত-ব্রিটেনের যৌথ বাণিজ্যিক সম্পর্ককে আরও উন্নত করবে। বিশেষত পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এর মাধ্যমে উপকৃত হবে।’’ রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তরের সঙ্গে সরকারের বৈঠকের পাশাপাশি, আরও কয়েকটি বৈঠক করতে পারে ওই ইংলিশ প্রতিনিধিদলটি।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News