বাংলার নিজের খবর,বাঙালির খবর

শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজিত মুর্শিদাবাদের কান্দি হাসপাতাল এলাকা

নিজস্ব প্রতিনিধি : মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে উত্তাল পরিবেশ। মৃত শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতালেক চিকিৎসকের গাফিলতিতেই এউই অঘটন ঘটেছে। জানা গিয়েছে, ওই শিশুর নাম নীল মণ্ডল । ছয় বছর বয়স ছিল তাঁর। খড়গ্রামের বাসিন্দা ওই শিশু। শুক্রবার সকাল থেকেি তাঁর যন্ত্রনাদায়ক পেট ব্যাথা শুরু হয়, সেই সময় বমিও হয়েছিল তাঁর। পরে পরিস্থিতির অবনতি দেখে পরিবারের লোকজন তাঁকে শনিবার সকালে তাঁকে মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

 

সেখানে নিয়ে যাওয়ার পরেও চিকিৎসকরা শিশুটির ঠিকমতো চিকিৎসা করেননি বলে অভিযোগ করে পরিবার। মৃতের বাবা বলেন, “ছেলেটা বার বার বমি করছিল। চেম্বারে অন্য ডাক্তার দেখালাম। ওষুধ দিল। সেই ওষুধ খাওয়ার পর একটু ঠিকও হল। পরে আবার রাত থেকে বমি হল। হাসপাতাল নিয়ে গেলাম। ভর্তি হল সেখানে। রাতে ঠিক হল। সকালে ডাক্তার বললেন, ইউএসজি করতে হবে। আমি বললাম, বাইরে থেকে করিয়ে আনছি। তার কিছু ক্ষণ পরে ছেলেটা মারা গেল।’

 

শনিবার রাত পর্যন্ত শিশুমৃত্যু নিয়ে দফায় দফায় বিক্ষোভ করে শিশুর পরিবার। যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বলরাম দত্ত বলেন, ‘‘শিশুটিকে সুস্থ করতে হাসপাতালে পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে হয়েছিল। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তবে এখানে গাফিলতির কোনও প্রশ্ন নেই।’’ হাসপাতাল কর্তৃপক্ষে জানায়, রোগীর পরিবারের অবস্থা বুঝতে পারছেন তাঁরা। কিন্তু রোগী মৃত্যুতে যে সর্বক্ষেত্রেই চিকিৎসায় গাফিলতি হয়না, সেটাও বুঝতে হবে তাঁদের। এদিনের ঘটনায় হাসপাতালে ভাঙচুর সহ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণে আখেরে সাস্থ্য পরিষেবাই বিঘ্নিত হয়।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News