গত সপ্তাহে সোনার দাম পর পর দুদিন কমেছিল। তবে আজ মঙ্গলবার ফের ৫০০ টাকা বাড়লো সোনার দাম। প্রতি ১০ গ্রামে সোনা ও রুপোর দাম বেড়ে গিয়েছে এদিন। যদিও একদিনে প্রতি ১০ গ্রামের সোনার মূল্য বেড়ে গেলেও তা সামাল দেওয়া গিয়েছে। পুজোর মৌসুমে প্রতি ১০ গ্রাম সোনা ৮০ হাজার টাকা এবং প্রতি কেজি রুপো এক লক্ষ টাকা পার করে ফেলেছিল সেই তুলনায় তা অনেকটাই কমে গিয়েছে। উল্লেখ্য সোনা ও রুপার দাম অনেকটা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সঙ্গে থাকে দেশের বাজারের অবস্থাও। আমেরিকার শেয়ার বাজার সহ বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের বাজারে চাঙ্গা ভাব ফিরে আসতেই ভারতের বাজারেও সোনার দাম কিছুটা কমেছে। আমেরিকায় রিপাবলিকান পার্টি মুখ ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই ক্রিপ্টকারেন্সিতে লগ্নীর প্রবণতা বেড়েছে সোনার। আর এর প্রভাবে সোনার দামে পড়ছে বলে দাবি অর্থনৈতিক বিশেষজ্ঞদের।
প্রতি ১০ গ্রামে পাকা সোনার বার পরবে – ৭৪ হাজার ৮০০ টাকা
প্রতি ১০ গ্রামে পাকা সোনার খুচরো বার পরবে – ৭৫ হাজার ১৫০ টাকা
প্রতি ১০ গ্রামে ২২ ক্যারাট হলমার্কযুক্ত গয়না সোনা পরবে- ৭১ হাজার ৪৫০ টাকা
প্রতি কেজিতে খুচরো রুপো পরবে – ৮৯ হাজার ৭০০ টাকা
যদিও বাজারে গিয়ে সরাসরি এই দামেই সোনা বা রুপো কিনতে পারবেন না আপনি এর সঙ্গে যুক্ত হবেন জি এস টি ও সোনা তৈরি করার মজুরি এরপরে যা দাম দাঁড়াবে সেই দামেই সোনা বা রুপো কিনতে হবে আপনাকে।