১৮ই নভেম্বর থেকে শুরু হয়েছে ‘ জি২০’ সম্মেলন ২০২৪ । ব্রাজিলের ডিও জেনিরোতে হওয়া এই সম্মেলনে পার্শ্ববৈঠকে মুখোমুখি বসলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয় শংকর ও চীনা বিদেশ মন্ত্রী ওয়াং ই। ভারত চীন সীমান্তে অচলাবাস্তার সমস্যা কাটার পর এই প্রথম বৈঠক দুই বিদেশ মন্ত্রীর মধ্যে। দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর ওই অঞ্চল থেকে সেনা সরানোর বিষয়ে কথা হয়েছে দুই পক্ষের মধ্যে। ২০২২ সালে গালওয়ানে ভারতীয় সংঘর্ষ হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ছিল।
এরপর ব্রিকস সম্মেলনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্টের বৈঠকে সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছয় দুটি দেশ। তার আগে সামরিক স্তরে দুই দেশের মধ্যেই বহু আলোচনা হয়েছিল। সেই সেনা সরানোর কাজই কতটা এগিয়েছে সেই বিষয়ে কথা হয়েছে দুই বিদেশ মন্ত্রী মধ্যে। বৈঠক শেষে এস জয়শঙ্কর জানিয়েছেন দুই পক্ষের সম্পর্ককে কিভাবে উন্নত করা যায় সেই বিষয়েও কথা উঠেছে। পাশাপাশি বিশ্বের পারিপার্শ্বিক অন্যান্য পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে চীন যদিও ভারতের সঙ্গে সম্পর্ককে উন্নত করার চেষ্টা করছে। এর আগে কিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছিলেন যে চীন ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। ২০২০ সালে এপ্রিল মাসে লাদাখের বিভিন্ন এলাকা থেকে এলএসসি পেরিয়ে ভারতের সীমানায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চেনা পৌঁছে বিরুদ্ধে।
এছাড়াও অসমেও নিজেদের ঘাঁটি তৈরি করার মত ঘটনা ঘটেছিল। আর সেই উত্তেজনার মধ্যেই চীনা ফৌজের হাতে প্রাণ গিয়েছিল কুড়িজন ভারতীয় সেনা। পাল্টা ভারতীয় জওয়ানদের গুলিতে নিহত হয়েছিলেন চীনা সেনারাও। এরপর থেকে দুই দেশের মধ্যকারের রাজনৈতিক টানা পড়ে কমাতে একাধিক কূটনৈতিক ও সামরিক স্তরে বৈঠক হয়েছিল। অবশেষে চুক্তি অনুযায়ী দুই দেশের পক্ষ থেকে সেনা সিদ্ধান্ত নেওয়া হলে দেপসাং, ডেমচক এলাকা থেকে সেনা সরানো হবে সেই উদ্যোগ নেয়া হয়। প্রসঙ্গত, এবছর দীপাবলিতে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনাকে মিষ্টি বিতরণ করতে দেখা গিয়েছে।