নিজস্ব প্রতিনিধি : আইপিএলে নিলামের জন্য নিজেদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট দলগুলি। একাদিক বড় নামের প্লেয়ারা সেই তালিকায় নেই। তাদের মধ্যেই একটা চমকে দেওয়ার মতো হল সেটা হল দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে রিষভ পন্থকে। তিনি মেগা নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন মার্কি খেলোয়ার হিসেবে। এর আসল কারন কি ? এই বিষয়ে পন্থ মুখ খুলেছেন। প্রতিটা দল মেগা নিলামে ৬ জন প্লেয়ার ধরে রাখতে পারবে। সেই হিসেবে দিল্লি এখনও ধরে রেখেছে ৪ জনকে। তারা আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে।
আর সেই আরটিএম কার্ড ব্যবহার করেই ঋষভ পন্থকে নিলাম থেকে নিতে পারবে তারা। যদিও এখন তা হচ্ছে না। সম্প্রতি ব্রডকাস্টিং গণমাধ্যম, স্টার স্পোর্টস একটি ভিডিয়ো শেয়ার করে। আইপিএলে মেগা নিলাম নিয়ে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কার নিলামে দিল্লি ক্যাপিটালসে পন্থের ফেরার সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করছেন। এই ভিডিয়োর উত্তরে পন্থ ট্যুইট করেন।
পন্থ লেখেন, ‘আমাকে না ধরে রাখার বিষয়টা টাকা নিয়ে নয়, এটাই আমি বলতে পারি।’ অর্থাৎ, তাঁকে না ধরে রাখার কারণটা শুধুমাত্র টাকা নয়। প্রসঙ্গত, ২০২৫ সালের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের দুই সহকর্ণধার জেএসডব্লু ও জিএমআর গ্রুপ তাদের ব্যবসা ভাগ করে নিয়েছে। সেই হিসেবে দিল্লি ক্যাপিটালসের মেল টিম সামলাচ্ছে জিএমআর গ্রুপ। এ ছাড়া অধিনায়ক, টিমের কোচ ও ডিরেক্টর অফ ক্রিকেটে পরিবর্তন আনা হয়েছে।