এ যেন এক স্বপ্নের রঙে রঙিন গ্রাম! যেদিকে তাকাবেন, সেই দিকেই রংয়ের ছোঁয়া! স্বপ্নের দেশে হারিয়ে যাবেন আপনি। পশ্চিম মেদিনীপুর জেলাতে রয়েছে এমন সুন্দর একটি গ্রাম। যেই গ্রামে প্রবেশ করলে নিমেষে হারিয়ে যাবেন ছবির জগতে। পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যন্ত গ্রামীণ ব্লক পিংলার নয়া গ্রাম, যা বিখ্যাত পট শিল্পীদের গ্রাম হিসেবে খ্যাত। এই গ্রামেই বসবাস শতাধিক শিল্পীদের, যারা চিত্রকর বা পটুয়া হিসেবে পরিচিত। প্রতিদিন নানা সামাজিক, ধর্মীয় ছবি যেমন কাগজের উপর ফুটিয়ে তোলেন চিত্রকর বা পটশিল্পীরা, তেমনি নিজেদের বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করেন। নিত্যদিন নতুন নতুন ছবি ফুটিয়ে তুলেছেন তাঁরা। গোটা গ্রামকে সাজিয়েছেন ছবির গ্রাম হিসেবে।
এই গ্রাম যেন ছবির গ্রাম। গ্রামের প্রতিটা বাড়িতে এক-দুজন করে শিল্পী। নিরন্তর যেমন সাদা কাগজে ফুটিয়ে তোলেন বিভিন্ন বাস্তববাদী চিত্র এমনকি পৌরাণিক চিত্রকে ঠিক তেমনই বাড়ির দেওয়ালকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ফুটিয়ে তুলেছেন নানা ছবি। এমন ছবির গ্রাম দেখতে আপনাকে যেতে হবে না পুরুলিয়া বাঁকুড়া কিংবা অন্য কোনও জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলাতেই রয়েছে স্বপ্নের ছবির গ্রাম। যা দেখে আপনি নস্টালজিক হয়ে পড়বেন। মুগ্ধতায় হারিয়ে যাবেন গোটা একটা দিন। সারা গ্রাম ঘুরে দেখলে নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে। এছাড়াও শিল্পীদের হাতে লাইভ ছবি আঁকা দেখলে আপনি চমকে যাবেন। স্বাভাবিকভাবে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, নিত্য নতুন ধরনের ছবি তুলতে পছন্দ করেন তারা অবশ্যই ঘুরে দেখবেন পিংলার পট গ্রাম বা নয়া গ্রাম।
পিংলার নয়া এলাকায় বসবাস এই পট শিল্পীদের। তাঁদের হাতে আঁকা পট বিশ্বক্ষেত্রে সমাদৃত। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও গিয়েছে পিংলার নয়া গ্রামের পট শিল্পীদের হাতে আঁকা একাধিক পট। ধীরে ধীরে সুখ্যাতিও বেড়েছে। গ্রামে প্রতিদিন বহু পর্যটকদের আনাগোনা ঘটে। তবে গোটা গ্রাম যেন সাজানো ছবি দিয়ে। কোনও বাড়ির উঠোনেও আবার পট শিল্পীরা ছবি আঁকছেন। তা দেখে আপনি মুগ্ধ হবেন। শুধু তাই নয়, মাটির দেওয়াল জুড়ে নানানছবি আপনাকে নিয়ে যাবে এক আলাদা মোহে।