বাংলার নিজের খবর,বাঙালির খবর

প্রথম টেস্ট ম্যাচ না খেললেও অস্ট্রেলিয়া যাবেন রোহিত

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলা টেস্ট ম্যাচ খেলতে না পারলেও সেই টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ায় যাচ্ছেন রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত। এই সময়টা নিজের স্ত্রীয়ের সঙ্গে থাকতে তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা প্রথম টেস্টে থাকছেন না। তার জায়গায় যশপ্রিত বুমরা দলকে নেতৃত্ব দেবেন। শুক্রবার বাইশে নভেম্বর থেকে পারথে শুরু হবে এই টেস্ট ম্যাচ।

 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ ক্রিকবাজ’ এর পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ শে নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন হিটম্যান। উল্লেখ্য নিউজিল্যান্ড সিরিজ খেলার পরে রোহিতের অস্ট্রেলিয়া সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ খেলায় উপস্থিতি নিয়ে সংশয় ছিলই। এরপরেই জানা যায় দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন তার স্ত্রী রিতিকা। আর সেই কারণেই দলের সঙ্গে থাকতে পারবেন না রোহিত। তবে গত শুক্রবার পুত্র সন্তানের জন্ম হওয়ার পর অনেকেই ধারণা করেছিলেন যে টেস্ট ম্যাচ শুরুর আগেই রোহিত ফিরে আসতে পারেন।

 

কিন্তু তখন রোহিত অস্ট্রেলিয়া যাননি। প্রায় তিন দিনের সফরে অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছেছেন ভারতের ক্রিকেট দল। যদিও বিরাট কোহলি সেখানে আগেই নিজের স্ত্রী সন্তানদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলেন। অস্ট্রেলিয়াতে নিজেদের প্র্যাকটিস চালু রেখেছে ভারতীয় দল। অন্যদিকে ক্যাপ্টেন রোহিতের সঙ্গে শুভমান গিলকেও টেস্ট ম্যাচে পাবে না ভারত। আবার মোহাম্মদ সামির অস্ট্রেলিয়া যাওয়া নিয়েও জল্পনা শুরু হয়েছে টেস্ট ম্যাচের সিরিজের শেষের দিকে তিনি অস্ট্রেলিয়া যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News