বাংলার নিজের খবর,বাঙালির খবর

উত্তর ২৪ পরগনার কিশোরীকে উদ্ধার পাচার চক্র থেকে

নিজস্ব প্রতিনিধি : ট্রেনে ক্রমাগত চলছে শিশু ও কিশোর-কিশোরীদের পাচার । সেই পাচারচক্র ধরার তাগিতেই নভেম্বর মাসে অভিযান চালিয়ে পূর্ব রেল এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে। দূরপাল্লার ট্রেনে বেশি ঘটছে এই ধরনের ঘটনা। কারণ ওই ট্রেনগুলিতে শিশু বা কিশোরদের একা সফর করার প্রবণতা দেখা দিয়েছিল।এরপরেই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে রেল আধিকারিকদের দল আরপিএফ।

 

সেই তদন্তেই খোঁজ মেলে, বেশির ভাগ ক্ষেত্রে ওই সব নাবালককে কেটারিং সংস্থা অথবা বিউটি পার্লারে কাজ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। ধরা পড়ার ঝুঁকি এড়াতে পাচারকারীরা ওই সব শিশু ও কিশোরদের জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থাও করে দিয়েছিল বলে অভিযোগ। ভয় ও প্রলোভনের চক্করে নিজেদের বয়স লুকিয়ে নাবালক-নাবালিকারা রেলে সফর করছিল বলে অভিযোগ।

 

সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক কিশোরীকে উদ্ধার করে আরপিএফ। উদ্ধার করা হয় আরও পাঁচ নিখোঁজ শিশুকে। শিশু পাচারের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News