নিজস্ব প্রতিনিধি : এবার সেলুলয়েডে একসঙ্গে ধরা দেবেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, নুসরত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম তাঁরা বড় পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করবেন। রাজর্ষি দে’র পরিচালিত ছবি ‘ও মন ভ্রমণ’-এ দেখা যাবে তাঁদের। ছোটবেলার চার বন্ধুর স্কুল শেষ হওয়ার পর আবার সময়ের ফেরে মুখোমুখি হওয়া। গোটা এই সময়টা জুড়ে তাঁদের জীবনের নানা ওঠাপড়া নিয়েই ছবির গল্প। গল্পে ওই চারজন বন্ধু হিসেবে অভিনয় করবেন পূর্বে উল্লেখ্য তিনজন ছাড়াও অভিনেত্রী তথা কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। জীবনে সফলতা অর্জন করেও কিছুতেই খুশি নন কেউই।
একাকিত্ব জাঁকিয়ে বসেছে তাঁদের জীবনে। ঠিক সেই মুহূর্তে চারজন বন্ধু মিলিত হয় বিদেশে। সমস্ত জটিলতা কাটিয়ে নতুন করে একসঙ্গে পথচলা শুরু করে তাঁরা। বন্ধুত্বের জোরেই ঘুচে যায় একাকিত্ব। নুসরত জাহান এই ছবিতে ধরা দিয়েছেন শ্রুতি নামের চরিত্রে , তিনি বিজনেস টাইকুন মনীশ সিংয়ের স্ত্রী। সেই কোম্পানিতেই কর্মরত নন্দিনী চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অদ্রিজার চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিনি রুলিং পার্টির এমএলএ । অনন্যা বন্দ্যোপাধ্যায় এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় থাকবেন।এই চারজন ছাড়াও ছবিতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুন মালিয়া, কমলেশ্বর মুখোপাধ্যায়, আরিয়ান ভৌমিক–সহ আরও অনেককে।