নিজস্ব প্রতিনিধি : ক্রোম ব্রাউজার বিক্রি করতে হবে গুগলকে। এই বিষয়ে চাপ দিতে এক বিচারককে আর্জি জানাবে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট। সম্পূর্ণ ঘটনাটি নিয়ে আগেই আলোচনা চলছিল। আর এবার সেই জল্পনাকে সত্যি করে বুধবার মার্কিন প্রশাসনের তরফে কোর্টে আবেদন করা হলো যে এই অ্যান্টি ট্রাস্ট মামলায় ক্রোম ব্রাউজার বিক্রির জন্য যাতে কোর্ট গুগলের বিপক্ষে রায় দেয়।
এর ফলে তথ্যের বাজারে গুগলের একচেটিয়ে ব্যবসা আর থাকবে না। বাকিদের সঙ্গে ভাগ করতে হবে সার্চ ইঞ্জিনের তথ্য। তবে আমেরিকার সরকার আরো জানিয়েছে তাদের সরকার যাকে ক্রোম ব্রাউজার বিক্রি করার ক্ষেত্রে সঠিক ও বিশ্বাসযোগ্য সংস্থা বলে মনে করবেন তাকেই গুগল ক্রোম বিক্রি করবে।
এছাড়াও বাইরের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্রোম বিক্রি করার পাঁচ বছরের মধ্যে অন্য কোন ব্রাউজার কোম্পানিতে লগ্নী করতে পারবে না গুগল তারই সঙ্গে নতুন কোন ব্রাউজার লঞ্চ করতে পারবেন না তারা। ব্যবসায়িক দুনিয়ায় এই পদক্ষেপকে আক্রমণাত্মক বলেই ধরা হচ্ছে। যদিও গুগল এই বিষয়ে পাল্টা পদক্ষেপ নিতে পারে বলে আশা এবং সেই পদক্ষেপ নিলে আইনি লড়াই যে বহুদিন চলবে তা আঁচ করা যায়।