বাংলার নিজের খবর,বাঙালির খবর

বিদেশমন্ত্রীর পর এবার মুখোমুখি দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : লাওস সফরে গিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে একটি আসিয়ানের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের একটি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সেই সম্মেলনের ফাঁকে চিনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন রাজনাথ সিংহ। সাউথ ব্লকের সূত্র অনুযায়ী, গলওয়ানের মতো ঘটনা যাতে পরবর্তীকালে না ঘটে সেই কথাই চিনের প্রতিরক্ষামন্ত্রীকে জানিয়েছেন রাজনাথ। দুই দেশের সীমানায় নতুন কোনও ধরনের সংঘর্ষের পরিস্থিতি এড়াতে চিনা প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন রাজনাথ।

 

লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে এই সম্মেলনের কথা নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর দফতর। ২০২০ সালে লাদাখের গলওয়ান সীমান্তে ভারতের সঙ্গে চিনের সামরিক বাহিনীর সংঘর্ষের জেরে বহু ভারতীয় এবং চিনা সেনার প্রাণ গিয়েছিল। তার পর থেকে চিনের সঙ্গে রাজনৈতিক টানাপড়েন লেগেই আছে ভারতের। পরে এই বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপ্রধানের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ের দীর্ঘ বৈঠক ও আলোচনার পরে গত কয়েক মাসে সেই জটিলতা কিছুটা কেটেছে। পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচক এলাকা থেকে সম্পূর্ণ সেনা সরানোর প্রক্রিয়া গত মাসেই শেষ করেছে দু’পক্ষ।

 

ভারত-চিন সীমান্ত লাগোয়া এলাকায় রুটিন টহলদারিও শুরু হয়েছে যা গত প্রায় সাড়ে চার বছর বন্ধ ছিল। এই পরিস্থিতিতে রাজনাথের সঙ্গে ডংয়ের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বেজিং-এর পক্ষ থেকে যদিও এই বৈঠক সম্পর্কে কিছু জানা যায়নি।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News