বাংলার নিজের খবর,বাঙালির খবর

বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে

নিজস্ব প্রতিনিধি : বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এসে হার্ট অ্যাটাকে প্রাণ গেল অন্য বন্ধুর।মুহূর্তের মধ্যে নেমে এল বিষাদের ছায়া। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায়। সামাজিক মাধ্যেমে এই ঘটনার ভিডিও দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে বর-কনের হাতে উপহার তুলে দেওয়ার পরেই মৃত ওই বন্ধু অন্য বন্ধুদের হাত নেড়ে তাঁকে সাহায্য করার জন্য ডাকছেন। ইতিমধ্যেই তাঁর শরীর টলমল করতে শুরু করেছে। বন্ধুরা তাঁর হাত ধরলেও ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ভামসি নামে ওই ব্যক্তি।

 

সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে সেই মুহূর্তেই মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কৃষ্ণগিরি মণ্ডল এলাকার পেনুমাদা গ্রামে বন্ধুর বিয়েতে নিমন্ত্রিত ছিলেন ভামসি। তিনি অ্যামাজ়ন সংস্থায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে গিয়েছিলেন ভামসি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ভামসির দেহ।

 

বিয়েবাড়িতে তিনি এমন কিছু খেয়েছিলেন যাতে, বিষক্রিয়া হতে পারে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবার দীর্ঘ সফরের ক্লান্তি কোনওভাবে শরীরে প্রভাব ফেলেছে কিনা, তাও জানার চেষ্টা চলছে। যদিও ভামসির মৃত্যুর কারণ হিসেবে তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা। ঘটনায় স্তম্ভিত বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরা।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News