বাংলার নিজের খবর,বাঙালির খবর

মারণ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

নিজস্ব প্রতিনিধি : ফের নতুন অভিযোগে অভিযুক্ত হলো রাশিয়া। ইউক্রেন এবার রাশিয়ার বিরুদ্ধে ‘ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ‘ দিয়ে হামলা চালানোর অভিযোগ করে। রাশিয়ার আস্ত্রাখান প্রদেশের দক্ষিণ দিক থেকে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ২০২২ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে এই প্রথমবার আইসিবিএম ব্যবহার করেছে রাশিয়া বলে দাবি করেছে কিভ । বহুল ক্ষমতালি এই ক্ষেপণাস্ত্র অনেক দূরের লক্ষ্যবস্তুতে আক্রমণ শানাতে পারে।

 

সংবাদ সংস্থা র্টার্সের মতে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলি হাজার কিলোমিটার দূরে হামলা চালাতে পারে। তবে সঠিক কোন ধরনের অস্ত্র ওই মিসাইলে ব্যবহার করা হয়েছে তা জানায়নি ইউক্রেন। যদিও ইউক্রেনের এই অভিযোগের পাল্টা কিছুই জানায়নি রাশিয়া। গতকাল অর্থাৎ বুধবার নিজেদের পরমাণু নীতিতে বদল এনেছিলেন ভ্লাদিমির পুতিনের সরকার। এরই মধ্যে উঠল এই অভিযোগ।

 

উল্লেখ্য কিছুদিন আগে রাশিয়াতে ব্রিয়ানস্ক অঞ্চলে আমেরিকার তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ছিল ইউক্রেন। উল্লেখ্য পারমাণবিক যুদ্ধসহ একাধিক সাধারণ যুদ্ধ এই ধরনের মিসাইল ব্যবহার করা হয়। আমেরিকার ওই ছটি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন যে হামলা চালিয়ে ছিল তার মধ্যে পাঁচটিকেই ধ্বংস করেছে রাশিয়া বলে দাবি করেছে পুতিন। এরপরেই রাশিয়াও পাল্টা হুমকি দেয় যে তারা প্রয়োজনে পরমাণু হামলার জন্য প্রস্তাব গ্রহণ করতে পারে। তবে এর আগেই ইউক্রেনের এই অভিযোগে আরো উত্তপ্ত দুই দেশের রাজনৈতিক মহল।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News