নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই নিজের বিচ্ছেদের কথা জানিয়েছেন এ আর রহমান । সেই একই দিনেই তার সহযোগী গিটারিস্ট মোহিনী দে- র ও বিচ্ছেদ হয় তাঁর স্বামীর সঙ্গে। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে। তবে মোহিনী শুধুমাত্র রাহমানের দলের বেস্ট হিসেবে সুরকারের সহযোগী হয়ে চল্লিশটির বেশি শো করেছেন মাত্র। নেটিজেনদের অনেকেই এই বিষয়টি নিয়ে নিজেদের মতামত দিতে শুরু করেছেন যে মোহিনীর জন্যই নাকি সায়রা ও রহমানের বিচ্ছেদ ঘটেছে।
বিষয়টি অতিরিক্ত চর্চায় আসার কারণে মোহিনী নিজেই এই বিষয়ের সত্যতা প্রকাশ্যে আনলেন। মোহিনী বঙ্গ ললনা হলেও তিনি স্বপ্নের শহর মুম্বাইতেই বড় হয়েছেন। সেখানে নিজের পরিচিতি নিজেই তৈরি করেছেন তিনি। ১১ বছর বয়স থেকে বেস্ট গিটার নিয়ে বিভিন্ন জায়গায় পারফর্ম করতে শুরু করেন মোহিনী। জ্যাজ মিউজিকের অন্যতম তারকা লুই ব্যাংকস তার পরামর্শদাতা ছিলেন। রহমানের সহযোগী হিসেবে কাজ করা ছাড়াও তিনি বাংলাদেশের স্টুডিও ইন্ডিয়ার অংশ হিসেবে গিটার বাজিয়েছেন। ২০২৩ সালে তিনি নিজের অ্যালবাম প্রকাশ করেন।
তবে সম্প্রতি এ আর রহমান ও সায়রা বেনুর বিচ্ছেদের ঘটনায় তাকে যেভাবে জড়ানো হয়েছে সেই বিষয়ে মোহিনী ইনস্টাগ্রামে লেখেন, ” গত কয়েক ঘন্টা ধরে প্রচুর ফোন পাচ্ছি । সাক্ষাৎকারের জন্য অনুরোধ জানাচ্ছেন তাঁরা । আমি জানি তাঁরা কি জানতে চান অত্যন্ত সম্মানের সঙ্গে সকলকে মানা করছি কারণ গুজবে পাত্তা দেওয়ার মতো আমার সময় নেই এই ধরনের গুজবে কান দিয়ে নিজের শক্তি ক্ষয় করতে চাই না। আশা করব আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা রক্ষা করবেন।”