গভীর রাতে কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। প্রায় তিন লক্ষাধিক টাকার গয়না খোয়া গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে দিনহাটা-গোসানিমারি রাজ্য সড়কের একেবারে পাশে থাকা কালী মন্দিরে।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, শনিবার গভীর রাত ২টা নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে। কালী মূর্তির সমস্ত সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। রবিবার সকালে চুরির খবর চাউর হতেই মন্দিরে আসে দিনহাটা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোগের ঘরের জানালা দিয়ে মন্দিরে প্রবেশ করেছিল দুষ্কৃতী। এমনকি মন্দির চত্বরে থাকা সিসিটিভির নজরদারি থেকে বাঁচতে অভিযুক্ত দুষ্কৃতী গায়ে চাদর জড়িয়ে রেখেছিল। ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।