নিজস্ব প্রতিনিধি, কলকাতা : প্রায়শই বিভিন্ন কারণে মেট্রো বিভ্রাট লেগেই আছে। শনিবার সকালে ফের দমদম থেকে কবি সুভাষ লাইনে মেট্রো পরিষেবা থমকে গিয়েছে। সকাল ৭টা ৫ নাগাদ দমদম থেকে যে মেট্রোটি ছেড়েছিল, তার শেষ গন্তব্য ছিল শোভাবাজার স্টেশন। মেট্রো স্টেশন থেকে সকলকে বেরিয়ে যেতে বলা হয়েছে। স্টেশনের বোর্ডে লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘পরিষেবা বন্ধ’।
ট্রেন ফাঁকা করার পরে স্টেশন ছাড়তেও বলা হয় যাত্রীদের। তবে কী কারণে এই সমস্যা, তা এখনও জানা যায়নি। অন্যদিকে মেট্রো বিভ্রাট হওয়ার কারনে অসুবিধায় পড়েছেন যাত্রীরা । সকাল থেকেই বিভিন্ন মেট্রো স্টেশনগুলিতে ভীড় লেগেছিল। বেলগাছিয়া, শ্যামবাজার কিংবা চাঁদনী চকে যাত্রীদের অভিযোগ, সকালে নির্দিষ্ট সময়ে ট্রেন আসেনি।
যার দরুন তাঁদের সড়ক যানের উপর নির্ভর করতে হয়েছে। গতকাল , অর্থাৎ শুক্রবারও মেট্রোয় সমস্যা হয়েছিল বলে অভিযোগ কিছু যাত্রীর। দুপুর থেকে প্রতি স্টেশনে মেট্রো দেরি করে ঢুকছিল বলে জানিয়েছেন তাঁরা। গোটা দু’দিনের ভোগান্তিতে অসন্তুষ্ট যাত্রীরা ।