বাংলার নিজের খবর,বাঙালির খবর

সিতাই থেকে ওয়াশ আউট বিজেপি। ২০২৬-এ জেলার নয়টি আসনের পালা, ঘোষণা সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া

নিজের বুথেই হারলেন সিতাইয়ের বিজেপি প্রার্থী। শনিবার প্রকাশিত হয় উপনির্বাচনের ফল। কোচবিহার জেলার সিতাই উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন দীপক রায়। তাঁর প্রাপ্ত ভোট ৩৫২১৭ অন্যদিকে তৃণমূল প্রার্থী সংগীতা রায়ের প্রাপ্ত ভোট ১৬৫২০০ ভোট। প্রায় ১৩০১৫৬ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী দীপক রায়।

 

তবে উল্লেখযোগ্য বিষয় হল বিজেপি প্রার্থী দীপক রায় নিজের ৬/৬২ নম্বর বুথে ৫৫৬ ভোটে পরাজিত হয়েছেন। সেখানে তার প্রাপ্ত ভোট ১১৩। সংগীতা রায়ের প্রাপ্ত ভোট ৪৩৫। ফরওয়ার্ড ব্লক পেয়েছে ৬ টি এবং কংগ্রেস পেয়েছে ৪ টি ভোট। স্বাভাবিকভাবেই নিজের বুথে দীপক রায়ের পরাজয় প্রসঙ্গে কার্যত ক্টাক্ষের সুরে সাংসদ জগদীশ চন্দ্র বলেন, ‘দীপকের এবার সন্ন্যাস নেওয়া প্রয়োজন।

 

’যদিও বা এই বিষয়ে দীপক রায় কোনরকম কোন মন্তব্য করেনি। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছিল দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, এবার এক এক করে নিজেদের ঘর ফিরে পাওয়ার পালা তৃণমূলের এমনটাই মনে করছে রাজনৈতিক। যার শুরু সেতাই বিধানসভা এলাকা থেকে বিজেপিকে ওয়াশ আউট করে।

মিডিয়া
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
Related News