নিজস্ব প্রতিনিধি : পরপর দুটি ছবি করে দক্ষিণের হিট জুটি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানা। প্রথমে ‘গীত গোবিন্দম’, তার পর ‘ডিয়ার কমরেড’। দর্শকদের একাংশ ভেবে বসেছিলেন অনস্ক্রিন জুটি অফস্ক্রিনেও সম্পর্কে রয়েছেন। তবে তাঁদের দুজনকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা প্রত্যেকবার নিজেদের একে অপরের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন।
কিছুদিন আগেও দুই দক্ষিণী তারকার বাড়ির মধ্যে মেলামেশা রয়েছে, এই বিষয়ে খবর সামনে এসেছিল। সম্প্রতি আবার বিজয় দেবেরাকোণ্ডা আবার একটি সাক্ষাৎকারে সরাসরি বলেন, ‘আমি আর সিঙ্গল নই। এর ফলেই স্যোশাল মিডিয়ায় দুইয়ে দুইয়ে চার করে নেন তাঁদের অনুগামীরা। এরই মধ্যে দুই তারকার একটি ছবি ভাইরাল হয়েছে । সেখানে দেকা গিয়েছে বিজয় একটি রেস্টুরেন্টে বসে সকালের ব্রেকফাস্ট করছেন।
তাঁর অপরদিকেই একজন মহিলা বসে রয়েছেন। অন্যদিকে ছবির মতো অবিকল একটি জামা পরে নিজের ইন্টাগ্রামে পোস্ট করেছেন রশ্মিকা। ফলত জল্পনা আরও চাওড় হয়েছে তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে। তবে কি সত্যিই প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েছেন রশ্মিকা এবং বিজয়? গোপনে কোথাও ঘুরতে গেলেন নাকি তাঁরা? তবে ছবি দেখে নেটিজ়েনদের স্পষ্ট দাবি, বিজয় ও রশ্মিকা একসঙ্গেই রয়েছেন।