নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার পারথে নেমে কামব্যাক কোহলির। টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করেত নেমে সেঞ্চুরি করলেন তিনি। এটি অস্ট্রিয়াতে তাঁর সপ্তম সেঞ্চুরি। গাভাসকার ট্রফির আগে একটি সাক্ষাৎকারে বিরাট কোহলিকে বলতে শোনা গিয়েছিল, তাঁর কাছে সবথেকে কঠিন ইনিংস হচ্ছে পারথে খেলা ১২৩ রানের ইনিংস।
আর এবার অস্ট্রেলিয়ার মাটিতেই ১০৫ বল খেলে সেঞ্চুরি করলেন তিনি।অস্ট্রেলিয়ানদের কাছে ভারতের হিরো তিনি। সেঞ্চুরি করে সেলিব্রেশনের পর তাঁর এই কামব্যাকের কৃতিত্ব দেন স্ত্রী অনুষ্কা শর্মাকে। কিং কোহলি বলেন, ‘অনুষ্কা প্রথম থেকে আমার পাশে ছিল। ও জানে পর্দার আড়ালে আমার সঙ্গে কী কী হয়েছে। আমি শুধু দলের জন্য করতে চেয়েছি। দেশের জন্য খেলতে চেয়েছি।
দারুণ লাগছে সেঞ্চুরিটা পেয়ে। ভালো লাগছে অনুষ্কার সামনে এটা করতে পেরে। ও দেখতে পেল। বিরাট সেঞ্চুরি করার পরেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এই সেঞ্চুরির করার দেড় বছর আগে বিরাট টেস্টে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ২০২৩ সালে জুলাই মাসে সেই সেঞ্চুরি হাকিয়েছিলেন তিনি। সেবার ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের ৯ মার্চ আমেদাবাদে। সেবার ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।